
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় ১৬ জানুয়ারী সাধারণ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
কিন্তু এরই মধ্যে পৌর এলাকায় গুজব ছড়িয়েছে পড়েছে যে, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না।
অবশেষে সকল জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে ইভিএম মেশিনে ভোট গ্রহণের জন্য পৌর এলাকার ৩দিন ব্যাপি ভোটারদের মধ্য ইভিএম ভোট প্রর্দশনী শুরু করা হয়েছে। উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে বৃহস্পতিবার বিকেল থেকে এ প্রদর্শনী শুরু করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. সাখাওয়াত হোসেন ও তার অফিসের অন্যান্য কর্মকর্তারা ইভিএম এ ভোট গ্রহণের বাস্তব ধারণা দেন।
দৈনিক বগুড়া