শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সারিয়াকান্দিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রদর্শনী

সারিয়াকান্দিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রদর্শনী

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় ১৬ জানুয়ারী সাধারণ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোট নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

কিন্তু এরই মধ্যে পৌর এলাকায় গুজব ছড়িয়েছে পড়েছে যে, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না।

অবশেষে সকল জল্পনা-কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে ইভিএম মেশিনে ভোট গ্রহণের জন্য পৌর এলাকার ৩দিন ব্যাপি ভোটারদের মধ্য ইভিএম ভোট প্রর্দশনী শুরু করা হয়েছে। উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে বৃহস্পতিবার বিকেল থেকে এ প্রদর্শনী শুরু করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. সাখাওয়াত হোসেন ও তার অফিসের অন্যান্য কর্মকর্তারা ইভিএম এ ভোট গ্রহণের বাস্তব ধারণা দেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: