শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

গাবতলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ১জনের ৭দিনের জেল

গাবতলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ১জনের ৭দিনের জেল

বগুড়ার গাবতলী পৌর সদরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মাইনুল (৪৭) নামের ১ মুদি দোকানীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোছাঃ রওনক জাহান। রবিবার পৌর সদরের মাইনুর ষ্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মাউন্টেন ডিউ, সিজান ও স্পাইসি টোস্ট পাওয়া যায়। পরে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ধারায় মাইনুর ষ্টোরের প্রোপাইটর মাইনুলকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত মাইনুল পৌরসভাধীন গোড়দহ গ্রামের জকু আকন্দের ছেলে।
গেদা, আশিক, ইসমাইল, সুমন, আপেল, রুহুল, বেলাল, হাকিম, স্বেচ্ছাসেবকদল নেতা হিরু, সুুুুজা, আরাফাত, ছাত্রদল নেতা দারুন, সোহাগ, বিপ্লব, আয়নাল, রঞ্জু, মাসুদ রানা, ডিউ তালুকদার, নাহিদ, সাগর, জাহান, রিক্তাউল, মাসুদ, আল আমিন, আল মামুন ও মেহেদী প্রমূখ। এছাড়াও বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানায় উন্নত খাবার ও শীতবস্ত্র বিতরন করা হয়। এরপূর্বে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: