সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে পলিথিন তৈরি করার দায়ে বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে পলিথিন তৈরি করার দায়ে বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অবৈধভাবে পলিথিন ব্যাগ তৈরি ও বিক্রি করার অপরাধে বগুড়ায় দুই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টা থেকে সদরের বিভিন্ন এলাকায় শুরু হওয়া র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে শ্রেষ্ঠ পলি ও বগুড়া প্লাস্টিককে ওই অর্থদণ্ড দেওয়া হয়। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদরের বিভিন্ন এলাকায় সোমবার প্রায় সাড়ে ৫ ঘণ্টাব্যাপী র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে পলিথিন তৈরি, বিক্রি এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে  আদালত মাটিডালির শ্রেষ্ঠ পলি নামে এক প্রতিষ্ঠানের মালিক জিহাদ হোসেন (২৪) ও বগুড়া প্লাস্টিকের মালিক আব্দুস সালামকে (৪২) এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও ইশরাত জাহান। এসময় ১ হাজার কেজি পলিথিন ব্যাগ, ৫ হাজার কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও ১২ টি পলিথিন তৈরির মেশিন জব্দ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: