শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাহালুর নগর নদী রক্ষায় ইউএনও`র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

কাহালুর নগর নদী রক্ষায় ইউএনও`র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বগুড়া জেলার কাহালু উপজেলার নগরনদী রক্ষায় মঙ্গলবার সকাল ১০ টা হতে বেলা ১টা পর্যন্ত বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের পলি ভ‚গোইল এলাকা সহ নগরনদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে নগরনদী হতে বালু উত্তোলনের ১টি শ্যালো মেশিন, ১টি বৈদ্যুৎতিক পাম্প ও ১টি পাইপ জব্দ করা হয় এবং বালূ উত্তোলনকারীরা পালিয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই মহিউদ্দিন, পাইকড় ইউ ি প সদস্য হাফিজার রহমান বোস্তামী সহ পুলিশের সদস্যবৃন্দ। এ ব্যাপারে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, নগরনদী রক্ষার জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। নগরনদী রক্ষার জন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণকে সার্বিক ভাবে সহযোগিতা করার উদাত্ত¡ আহবান জানান তিনি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: