রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

উন্নয়নশীল দেশের মর্যদায় উন্নীত হওয়ায় সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী

উন্নয়নশীল দেশের মর্যদায় উন্নীত হওয়ায় সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যদায় উন্নীত হওয়ায় আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, র‌্যালীটি সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার ৭টায় সেনানিবাসে প্রধান অতিথি জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। পরে জিওসির নেতৃত্বে সৈনিকদের একটি র‌্যালী সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে জিওসি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বিগত একদশকের অধিক সময়ে দেশের সংগঠিত বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের কারণেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যদায় উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে বগুড়া ও জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের সামরিক, বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য পদবীর সকল সেনাসদস্য উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: