বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বগুড়া সেনানিবাসের উদ্যোগে অসহায় এবং দুস্থদের মাঝে ত্রান বিতরণ

বগুড়া সেনানিবাসের উদ্যোগে অসহায় এবং দুস্থদের মাঝে ত্রান বিতরণ

কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে এবং পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান এর নির্দেশনায় বগুড়া সেনানিবাসস্থ ১১ পদাতিক ডিভিশন বগুড়া ও এর আশেপাশের এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষদের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ১১১ পদাতিক ব্রিগেড এর আয়োজনে সেনানিবাসের নিকটবর্তী এলাকায় চোপীনগরের কর্মহীন ও ছিন্নমূল ২২০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, বগুড়া সেনানিবাস্থ ১১১ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, এএফ ডব্লিউল সি, পিএসসি।

এই কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তৈল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং প্রতিপরিবারে নগদ ৫শ টাকা প্রদান করা হয়।
এই ত্রান সামগ্রী বিতরণকালে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, করোনায় উদ্ভ‚ত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ১১ পদাতিক ডিভিশন এর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: