শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাহালুতে সরকারি সহায়তা পাবে ২৭হাজার ৪০পরিবার

কাহালুতে সরকারি সহায়তা পাবে ২৭হাজার ৪০পরিবার

করোনার মহামারীর এই দুঃসময়ে বগুড়ার কাহালু উপজেলায় ঈদের আগেই ২৭ হাজার ৪০ পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে।  ইতিমধ্যে মোবাইল ফোনে আড়াই হাজার টাকা করে অনেকে পেয়েছেন।

এদিকে  বৃহস্পতিবার বিভিন্ন ইউনিয়ের বরাদ্দকৃত খাদ্য-সামগ্রী ও আর্থিক সহায়তার চেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে বুঝে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সুত্রমতে গত বছর করোনার সময় মোটা ৫ হাজার ৫০০ পরিবার মোবাইল ফোনের মাধ্যমে আড়াই হাজার টাকা করে পেয়েছিলেন। এই তালিকায় নতুন করে কাউকে সংযুক্ত না করে ওই পরিবারগুলোকেই এবার মোবাইল ফোনের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নতুন করে প্রতি ইউনিয়নে ৪৫০ দুঃস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে খাদ্য-সামগ্রী। অপরদিকে ভিজিএফ এর মাধ্যমে পৌরসভা বাদে উপজেলার ৯ ইউনিয়নের আরো ১৫ হাজার দুঃস্ত মানুষকে জনপ্রতি ৪৫০ টাকা করে দেওয়া হবে সরকারি আর্থিক সহায়তা। এদিকে কাহালু পৌরসভার ১ হাজার ৫৪০ জনকে ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: