সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত অটো ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। সুমি আক্তার বগুড়া সদরের মালগ্রামের মো: রাসেলের স্ত্রী ও এক সন্তানের জননী।

নিহত সুমি আক্তারের স্বামী রাসেল জানায়, প্রায় ৩ বছর আগে আদমদীঘির মুরইল গ্রামের আলমের মেয়ে সুমিকে বিয়ে করেন তিনি। তাদের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তাঁরা ঈদের পর শ্বশুর বাড়িতে বেড়াতে যান।

গত শনিবার (২২ মে) সন্তানসহ তাঁরা এক আত্মীয়ের বাড়ি থেকে বেড়াতে যান। সেকান থেকে আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কুঠিবাড়ি দেখে ব্যাটারিচালিত অটো ভ্যানগাড়িতে করে বাড়ি ফিরছিলেন।

রাত সাড়ে ৭টার দিকে সুমি আক্তারের ওড়না অটো ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গুরুত্বর আহত হয় তিনি। এসময় তাকে উদ্ধার করে রাত ৮টায় আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত না করায় আইনগত ব্যবস্থা নেয়া যায়নি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: