শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আদমদীঘিতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: কামরুন নাহার আক্তারের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক সুমিনুল ইসলামসহ নেতৃবর্গ।

এই প্রদর্শনীতে গরু, ছাগল, কবুতর মরুগি হাঁসসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশুর ২৭টি স্টল স্থান পায়। বিকেলে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: