রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দুপচাঁচিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক কৃষক-কৃষাণীদের মাঝে এ বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপকারভোগী কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলার ৪’শ জন কৃষকের মাঝে ৫কেজি করে উফসী ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার ও ১’শ জন কৃষকের মাঝে ২কেজি হাইব্রিড ধানের বীজ, ২০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: