সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কুরবানি গরুর লাথিতে প্রাণ গেল রাজমিস্ত্রির

কুরবানি গরুর লাথিতে প্রাণ গেল রাজমিস্ত্রির

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় রাজমিস্ত্রি নুরুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। 

ঈদের নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফেরেন। বেলা ১০টার দিকে তিনি স্বজনদের সঙ্গে গরু কুরবানি করছিলেন। জবাইয়ের জন্য মাটিতে শোয়ানোর চেষ্টা করলে গরু লাফালাফি করতে থাকে। এক পর্যায়ে গরুটি নুরুল ইসলামের পেটে লাথি দেয়। 

এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান ও ইউপি সদস্য তাজুল ইসলাম তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নুরুল ইসলামের মৃত্যুতে তার পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। আত্মীয় স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: