শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাহালুতে লকডাউনে রাস্তায় ঘোরাফেরাঃ ১১ জনের জরিমানা

কাহালুতে লকডাউনে রাস্তায় ঘোরাফেরাঃ ১১ জনের জরিমানা

লকডাউন ও করােনা পস্থিতির মধ্য সরকারি বিধি নিষেধ অমান্য করায় গতকাল শনিবার বগুড়ার কাহালু উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ১১ টি মামলায় ১৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যÍ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মােঃ মাছুদুর রহমানের নেতৃত্বে কাহালু বাজার, মালঞ্চা বাজার ও বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

এই অভিযানের সময় বিনা প্রয়ােজনে ঘর থেকে বের হওয়া মানুষ, সিএনজি চালক , মােটরসাইকেল চালককে এবং সরকারি বিধিনিষেধ অমান্য করে দােকান খুলে রাখার দায়ে কয়েক ব্যবসায়ীর কাছে থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়াও আটক করা হয়েছে ৫ টি সিএনজি ও ১০ টি মােটরসাইকেল। এরিপােট লেখা পর্যÍ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান ছিলাে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: