শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সেভ দ্যা ফিউচার শাজাহানপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

সেভ দ্যা ফিউচার শাজাহানপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন বগুড়া জেলার  শাজাহানপুর উপজেলা শাখার পক্ষ থেকে ১২টি ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়া।  তিনি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ব্র‍্যাকের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে  পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য ঠিক রাখতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে । 

কর্মসূচিতেবিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের বগুড়া জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রনি, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহকারী সম্পাদক  মোঃ ওয়াফিক শিপলু। এসময় আরও উপস্থিত ছিলেন সেভ দ্যা ফিউচার শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, সহ সভাপতি নাজগীর হোসেন নিপন, মমিন, নাঈম, সায়েব, বিশাল, শাকিবসহ সকল সদস্য ও অত্র এলাকার ব্যক্তিবর্গ।

সেভ দ্যা ফিউচার শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম হোসাইন জানান, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন যা বগুড়া জেলায় বিভিন্ন সময় সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড  পরিচালনা করে। এর পাশাপাশি বর্তমান  করোনাকালিন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রভৃতি কাজ নিয়মিত করে যাচ্ছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: