শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সোনাতলায় মাদক বিক্রেতাদের হামলার ঘটনায় মামলা, ৪ জন গ্রেফতার

সোনাতলায় মাদক বিক্রেতাদের হামলার ঘটনায় মামলা, ৪ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর(বড় বাড়ি) গ্রামে মাদক বিক্রেতাদের হামলায় দুইজন গুরুতর আহত হয়। আহত দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় আহত আনারুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ৭ হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

থানা পুলিশ ১৮ আগস্ট অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করে ১৯ আগস্ট আদালতে প্রেরণ করেছে। গ্রেফতাকৃতরা হলো-সুজাইতপুর(বড় বাড়ি) গ্রামের যথাক্রমে আঃ মতি এর ছেলে মামলার ১ নং আসামী শহিদুল ইসলাম,মৃত নজ বেপারীর ছেলে মামলার ২ নং আসামী আঃ মতি,মোন্তার ছেলে মামলার ৪ নং আসামী মিনটু ও মুজার ছেলে মামলার ৫ নং আসামী শাহিন মিয়া।

উল্লেখ্য,গত ১২ আগস্ট উপজেলার সুজাইতপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাদের হামলায় ওই গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে আনারুল ইসলাম (৫২) ও একই এলাকার চাঁন মিয়া সরকারের ছেলে জাকিরুল ইসলাম গুরুতর আহত হয়। গত ১৪ আগস্ট মাদক ব্যবসায়ীসহ ৭ হামলাকারীর নাম উল্লেখ পূর্বক থানায় মামলা দায়ের হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা থানায় মামলা দায়ের ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: