শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সারাদেশের ন্যায় শনিবার বগুড়া’র সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) মো: রাসেল আলী, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, লতিফুল ইসলাম, হাবিবুর রহমান,সাংবাদিক শামীম আকতার রতন, আব্দুর রাজ্জাক, রিমন আহম্মেদ বিকাশ, ফয়সাল আহম্মেদ।

মতবিনিময় সভায় মৎস্য চাষের সম্ভাবনা ও প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে মতামত ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক ও মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ। পোনামাছ অবমুক্তকরণ,প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা,মৎস্যচাষীদের উপকরণ বিতরণ, মৎস্যচাষীদের প্রশিক্ষণ। আগামী ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়ের মাধ্যমে মৎস্য সপ্তাহের সমাপ্তি হবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: