শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বগুড়া সেনাবাহিনীর সাঁজোয়া কোরের দায়িত্ব গ্রহণ করেছেন সেনা প্রধান

বগুড়া সেনাবাহিনীর সাঁজোয়া কোরের দায়িত্ব গ্রহণ করেছেন সেনা প্রধান

বগুড়া সেনানিবাসের সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বগুড়ার মাঝিড়া সেনানিবাসে আর্মড কোর সেন্টার এন্ড স্কুলে শহীদ লেঃ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্ণেল রেংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বগুড়া এরিয়ার বিভিন্ন পদবীর সদস্য, সাঁজোয়া কোরের উর্ধ্বতন কর্মকর্তা এবং সাঁজোয়া ইউনিটসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: