শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় বালু ভর্তি ট্রাক ও মালামাল জব্দ

দুপচাঁচিয়ায় বালু ভর্তি ট্রাক ও মালামাল জব্দ

দুপচাঁচিয়া উপজেলার শেষ সীমানায় নাগরনদ থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু ভর্তি দুই ট্রাক সহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রাম জব্দ করেছেন এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাদি ওই স্থানেই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- থানার এসআই জাহাঙ্গীর আলম, ইউএনও’র অফিস সহকারী জিল্লুর রহমান। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির জানান, নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বালু ভর্তি ট্রাকের মালিককে ডেকে তিনি আর অবৈধ বালু উত্তোলনের কাজে তার পরিবহন দিবে না এই মুচলেকা নিয়ে ট্রাক দু’টি ছেড়ে দেয়া হবে।  

দৈনিক বগুড়া

সর্বশেষ: