শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন বগুড়া সদর থানার আজাদ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ইন্সপেক্টর হলেন বগুড়া সদর থানার আজাদ

পুলিশ বিভাগে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর(তদন্ত) নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ। সোমবার রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তার হাতে পুরস্কার তুলে দেন। আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি শ্রেষ্ঠ ইন্সনপেক্টর(তদন্ত) নির্বাচিত হয়েছেন।

এর আগে গত জুন মাসেও তিনি রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ইন্সপেক্টর(তদন্ত) এর পুরস্কার পেয়েছিলেন। বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ পুণ্ড্রকথাকে বলেন,  'গত সেপ্টেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে আমাকে এবার পুরস্কৃত করা হয়েছে। এ সাফল্যে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক দিক নির্দেশনায় ও সকল সহকর্মীদের পরস্পর সহযোগিতায় এই সাফল্য অর্জিত হওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'

দৈনিক বগুড়া

সর্বশেষ: