শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

করোনা মুক্তির প্রার্থনায় স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক শারদ উৎসব

করোনা মুক্তির প্রার্থনায় স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক শারদ উৎসব

বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার বলেছেন, করোনা থেকে চিরতরে মুক্তির প্রার্থনায় স্বাস্থ্যবিধি মেনে এবারের শারদ দুর্গোৎসব উদযাপন করতে হবে। ধর্ম, বর্ণ, নির্বিশেষে সম্প্রীতির এই বাংলাদেশে তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে বাঙালির এই প্রাণের উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের আহ্বান জানান।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে এবং সংগঠনের সভাপতি পরিমল প্রসাদ রাজের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বিকেলে শহরের চেলোপাড়া দূর্জয় ক্লাব প্রাঙ্গণে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  সাংবাদিক সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শঙ্কর। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, কোষাধ্যক্ষ জীবন দাস, কার্যনির্বাহী সদস্য পল্টন দাস, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: