শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কাল ইভিএমে হবে সোনাতলা পৌরসভা নির্বাচন

কাল ইভিএমে হবে সোনাতলা পৌরসভা নির্বাচন

কাল ( ২ নভেম্বর) ইভিএমে হবে বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন। নির্বাচনকে নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিতব্য সোনাতলা পৌরসভা নির্বাচনে ৯ হাজার ৪০৪ জন পুরুষ ভোটার এবং ১০ হাজার ১১৯ জন মহিলা ভোটারসহ মোট ১৯ হাজার ৫২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পৌরসভার ১১ টি কেন্দ্রে ৭০ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০০১ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত ১২.৩৭ বর্গকিলোমিটারের ‘খ’ শ্রেণির সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী, বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু (নারকেল গাছ প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ডাঃ হাবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র একেএম সাকিল রেজা বাবলা (জগ প্রতীক)। এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন জানিয়েছেন, ‘সোনাতলা পৌরসভা নির্বাচনে ১১ টি ভোটকেন্দ্রে ১১ জন প্রিজাইডিং অফিসার,৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪০ জন পোলিং অফিসার ভোটগ্রহণ দায়িত্বে নিয়োজিত থাকবেন।’

ভোটগ্রহণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের দিন ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১১ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের কয়েকদিন আগে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: