রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনাতলায় সরকারি ভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সোনাতলায় সরকারি ভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বগুড়া  সোনাতলায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১১ ডিসেম্বর শনিবার বেলা ১২ টায় উপজেলা খাদ‍্য গুদামে।  বোরো মৌসুমের আজ থেকে শুরু হয়েছে সরকারি ভাবে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের অভিযান। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন প্রধান অতিথি থেকে ফিতা কেটে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, জেলা পরিষদের সদস‍্য আবু মোহাম্মাদ জিয়াউল করিম শ‍্যাম্পো, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর মশিউর রহমান রানা, পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউল।

ভারপ্রাপ্ত খাদ‍্য গুদাম কর্মকর্তা হাফিজুর রহমান, হরিখালী খাদ‍্য গুদাম কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা জাহিদুল বারী টঙ্গিসহ বিভিন্ন চাউল কল মালিক। এবারে সরকারী ভাবে উপজেলায় ২৭ টাকা কেজি দরে  ৫শ ১ মেট্রিক টন ধান ও ৪০ টাকা দরে ৬শ ২১ মেট্রিক টন চাল সংগ্রহ করবে  বলে জানান খাদ‍্য গুদাম কর্মকর্তা। আতপ চাল ৩৯ টাকা কেজি এবং সিদ্ধ চাল ৪০ টাকা কেজি। আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

দৈনিক বগুড়া