রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার আসামী সাগর গ্রেফতার

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার আসামী সাগর গ্রেফতার

বগুড়ায় চাঞ্চল্যকর শাহাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. সাগরকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে হত্যাকাণ্ডের ৭ মাস পরে বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

র‍্যাবের জানিয়েছে মো. সাগর এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে খুনের ৩ টি, অস্ত্রের ১ টি, মারামারি ৩ টি, দ্রুত বিচার আইনের ১ টি এবং মাদকের ৩ টিসহ সর্বমোট ১১ টি মামলা রয়েছে। এছাড়াও সাগর বগুড়া জেলা জুড়ে আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ,হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল।

পাশাপাশি তার নিজ এলাকার উঠতি বয়সী যুবকদের বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করা ও বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজে সম্পৃক্ত করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল৷ র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতার সাগর একজন পেশাদার অপরাধী আইন অনুযায়ী তাকে শাহাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ৩০ মে সন্ধ্যায় সাবরুল বাজারে শাহাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। নিহত শিহাবের পরিবার থেকে বাদি হয়ে শাহাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় প্রধান অভিযুক্ত করা হয় মো. সাগরকে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: