রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কাহালু উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন রবিবার

কাহালু উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন রবিবার

আগামী ২৬ ডিসেম্বর রবিবার বগুড়ার কাহালু উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলেই বাস্ত সময় পার করছেন। ৮ ইউপি নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন অফিসার ছাড়াও আরও তিনজন রিটাণিং অফিসার রয়েছেন। উপজেলার ৮ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯৭ জন ও সাধারণ মেম্বার পদে ২৫০ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৪৩৬ জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৩৫০ জন ও মহিলা ভোটার ৭৫ হাজার ৮৬ জন। নির্বাচনের দিন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে নির্দেশনা দেওয়ার জন্য মোট ৯ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোট গ্রহনের জন্য ৭৩ জন পিজাইডিং অফিসার, ৩৯৮ জন সহকারী পিজাইডিং অফিসার ও ৭৯৬ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন।

এরিপোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া যায়নি নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় কতজন পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য থাকবেন। তবে কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। জেলা থেকে তথ্য পাওয়া মাত্রই আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো।

দৈনিক বগুড়া

সর্বশেষ: