শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে গাইঞ্জা ধানের ভালো ফলন

সারিয়াকান্দিতে গাইঞ্জা ধানের ভালো ফলন

সারিয়াকান্দিতে স্থানীয় জাতের গাইঞ্জা ধানের ভালো ফলন হয়েছে । যমুনার চরাঞ্চলের কৃষকরা এখন ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, আদিকাল থেকে যমুনা চরের কৃষকরা স্থানীয় জাতের গাইঞ্জা ধান চাষ করে আসছেন । সরু জাতের এ ধানের ভাত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে ।

তাছাড়া ধান উৎপাদনে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হয় না। তাই বাজারে এ ধান উচ্চমূল্যে বিক্রি হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার কম জমিতে গাইঞ্জা ধানের চাষ হলেও ফলন ভালো হয়েছে। এ বছর উপজেলায় ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে গাইঞ্জা ধানের চাষ হয়েছে।

হাটবাড়ী চরের কৃষক কোরবান আলী বলেন, ধান খুবই ভালো হয়েছে। আশা  করছি এ বছর বিঘাপ্রতি ১০-১৫ মণ ধান পাব। আরেক কৃষক আবু বক্কর সিদ্দিক জানান, যমুনা নদীর কাইনচাগাড়ী চরে আমি পাঁচ বিঘা জমিতে গাইঞ্জা ধানের চাষ করেছি। বিঘাপ্রতি খরচ হয়েছে সাড়ে ৪ হাজার টাকার মতো। অন্য ধানের চেয়ে মণে ২০০-৩০০ টাকা দাম বেশি পাচ্ছি।উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকরাও খুশি।

দৈনিক বগুড়া

সর্বশেষ: