শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কাহালুতে অভিযান ২২ কেজি জাটকা ইলিশ জব্দ

কাহালুতে অভিযান ২২ কেজি জাটকা ইলিশ জব্দ

কাহালু উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে গত মঙ্গলবার বিকেলে কাহালু বাজার এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুনের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য বিক্রেতা জামাল উদ্দিন ওরফে কয়েল এর নিকট হতে ২২ কেজি জাটকা ইলিশ জব্দ করেন। জব্দকৃত জাটকার মুল্য প্রায় ১১ হাজার টাকা। পরে জব্দকৃত জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার লিল্লাহ ফান্ডে বন্টন করে দেন।

অভিযান পরিচালনার সময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রায়হাতুন নাহার, এস আই হাফিজুর রহমান প্রমূখ।জাটকা ইলিশ জব্দকে কেন্দ্র করে কাহালুতে পক্ষে বি-পক্ষে ব্যপক সমালোচা চলছে। কেউ বলছে যারা দিনের পর দিন শত শত মণ জাটকা এনে বাজারে প্রকাশ্যে বিক্রয় করছে তাদের ধারের কাছে না যাওয়া হলেও দরিদ্র খুচরা মৎস্য বিক্রেতার এই ক্ষতি করা ঠিক হয়নি।

বিষিয়টি নিয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন এর সাথে মোবাইলে কথা বলা হলে তিনি জানান এর আগেও উক্ত মৎস্য বিক্রেতাকে সর্তক করা হলেও তিনি জাটকা বিক্রয় বন্ধ করেনি। জাটকা ধরা,ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ, আর আইন সবার জন্য সমান ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: