শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শতভাগ পাশের রেকর্ড ধরে রাখল বগুড়া জিলা স্কুল

শতভাগ পাশের রেকর্ড ধরে রাখল বগুড়া জিলা স্কুল

২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়া জিলা স্কুলের এক অকৃতকার্য শিক্ষার্থী পুণঃনিরীক্ষণের ফলাফলে পাশ করেছেন। এই নিয়ে প্রতিষ্ঠানটি শতভাগ পাশের রেকর্ড ধরে রাখলো। সোমবার দুপুর ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান শ্যামপদ মুস্তফী। 

তিনি বলেন, '২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২৩৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর জীববিজ্ঞান বিষয়ে অকৃতকার্য আসে। পরে বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের আবেদন করা হয়। সেই ফলাফলে ওই শিক্ষার্থী জীববিজ্ঞান বিষয়ে ৯৩ নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে। এই নিয়ে আমাদের প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য ধরে রাখল।' 

তিনি আরো বলেন, মোট ২৩৬জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩৩জন। এছাড়া বাকি তিনজন এ গ্রেড পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে ২২৪জন পরীক্ষা দিয়েছিল যাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে ২১৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১৭জন জিপিএ-৫ পেয়েছিল। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: