রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধুনটে পাটচাষিদের প্রশিক্ষন কর্মসূচি-২২ অনুষ্ঠিত

ধুনটে পাটচাষিদের প্রশিক্ষন কর্মসূচি-২২ অনুষ্ঠিত

বগুড়া জেলার ধুনট উপজেলায় রোববার (২৭মার্চ) পাট অধিদপ্তর কতৃক আয়োজিত পাটচাষিদের এক প্রশিক্ষন কর্মসূচি-২২অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন এসএম সোহরাব হোসেন উপ-পরিচালক, পাট অধিদপ্তর, ঢাকা। 

বিশেষ অতিথি হিসেবে পাট প্রশিক্ষনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, দুলাল হোসেন, ডিডি কৃষি বগুড়া। হাসান ইমাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, বগুড়া। মোঃ আসাদুজ্জামান কৃষি অফিসার ধুনট। মোঃ আব্দুল হালিম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা, বগুড়া।

এছাড়া প্রশিক্ষন কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন, সৌরভ, ধুনট উপজেলা পাট উন্নয়ন সহকারী, জাহিদ হাসান কম্পিউটার অপারেটর, বগুড়া। সজীব ইসলাম কম্পিউটার অপারেটর ধুনট। ধুনট উপজেলার দশটি ইউনিয়ন থেকে আগত একশত পঞ্চাশ জন পাটচাষিদের এই প্রশিক্ষন দেওয়া হয়। 

অনুষ্ঠানে সকল অতিথিই পাটের পূরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানাবিধ বক্তব্য তুলে ধরেন এবং পাট দ্বারা চিকিৎসা থেকে শুরু করে সকল সুফল তুলে ধরেন এবং পাটচাষিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

দৈনিক বগুড়া