শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সোনাতলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

সোনাতলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলার পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ সোমবার উপজেলা মিলেনিয়াম হলরুমে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মান‍্যমে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, ঢাকা পাট অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সোহরাব হোসেন।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, জেলা বীজ প্রত‍্যায়ন অফিসার হাসান ইমাম, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু কুমার সাহা। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ প্রমূখ। উপজেলার মোট ১৫০জন পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।

দৈনিক বগুড়া

সর্বশেষ: