শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ার রহস্যময় ৫০০ কোটি টাকার বাড়ি

বগুড়ার রহস্যময় ৫০০ কোটি টাকার বাড়ি

প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে মূল্যবান পাথর দিয়ে বাড়ি নির্মাণ করা হয়েছে বগুড়ার মোকামতলার দেওলিগ্রামে। বাড়ীর মালিক ঢাকায় অবস্থিত অক্সফোর্ট ইন্টারন্যাশনাল স্কুলের মালিক জাসদ নেতা টুটুল।
কত টাকা খরচ করেছেন, তিনি কাউকে তাহা বলেননি। ধারনা করা হচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। অত্যাশ্চার্য বাড়িটি দূর থেকে দেখলে ভারতের আগ্রার তাজমহলের মত মনে হয়।
জানা যায়, বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা খরচ করে বাড়ি নির্মাণের নজির আছে সিলেটে। সেই বাড়িটি প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়।
বগুড়ার এ বাড়িটি যেহেতু ৫০০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে, তাই এখন এটিই হলো বাংলাদেশের সবচেয়ে দামি বাড়ি। তবে খরচের এই তথ্য এখনো আনুমনিক ধরা হচ্ছে। কারণ এ ব্যাপারে সঠিক তথ্য দেওয়ার মতো কারো খোঁজ মেলেনি।
বাড়িটির অবস্থান বগুড়ার মোকামতলা থেকে রংপুর রোডে প্রায় ৩ কিলোমিটার গিয়ে পাকুড়তলা, সেখান থেকে ২ কিলোমিটার পূর্বে দেওলিগ্রামে বাড়িটি।
প্রায় ১২ বছর ধরে নির্মাণ করা হয়েছে বাড়িটি। দেশ-বিদেশের মূল্যবান পাথর দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। সাধারণত এত টাকা খরচ করে বসবাসের জন্যে কেউ বাড়ি নির্মাণ করে না।

দৈনিক বগুড়া

সর্বশেষ: