বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঈদের দিনে বগুড়ায় যেসব খাবার পাচ্ছেন কারাবন্দিরা

ঈদের দিনে বগুড়ায় যেসব খাবার পাচ্ছেন কারাবন্দিরা

করোনা মহামারী কাটিয়ে ঈদের খুশির জোয়ারে ভাসবে পুরো দেশ। সারাবিশ্বে মুসলমান ধর্মাবলম্বীদের মতো ঈদ উদযাপন করবেন কারাবন্দিরাও। প্রতিবছরের মতো এবারও কারাবন্দিদের জন্য নানা আয়োজন করেছে বগুড়া জেলা কারাগার

ঈদের দিন সকালে কারাগারের ভেতরে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সকালে বন্দীদের সরবরাহ করা হবে পায়েস, মুড়ি। দুপুরে সাদা ভাত,  আলুর দম এবং বড় মাছ।

এছাড়া রাতে পোলাও, গরুর মাংস, দই পান-সুপারি ও সালাদ সরবরাহ করা হবে। অন্য ধর্মালম্বীদের জন্য খাসির মাংস তালিকায় রাখা হয়েছে। বগুড়া জেলা কারাগারের জেল সুপার মনির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: