শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে বালু উত্তোলনে দুপচাঁচিয়ায় জরিমানা এক লাখ টাকা

অবৈধভাবে বালু উত্তোলনে দুপচাঁচিয়ায় জরিমানা এক লাখ টাকা

বগুড়ার দুপচাঁচিয়ায় নাগরনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বেলাল হোসেন নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলনকৃত বালু নিলামে বিক্রয় করে আরও এক লাখ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামে এই অভিযান হয়েছে। অভিযান পরিচালনা  করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী। তিনি জানান, নাগরনদ থেকে অবৈধবাভে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনকারী বেলাল হোসেনের এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে উত্তোলনকৃত বালু তাৎক্ষনিক নিলামে বিক্রয় করে আরও এক লাখ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মো. হাসনাত, চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, থানার এসআই এরশাদসহ সঙ্গীয় ফোর্স।

দৈনিক বগুড়া

সর্বশেষ: