সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী পেল সাইকেল ও বৃত্তি

সারিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী পেল সাইকেল ও বৃত্তি

বগুড়ার সারিয়াকান্দিতে ২০ মে,২০২২ (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি রেজাউল করিম মুন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত ১০ জন শিক্ষার্থীদের হাতে বাই-সাইকেল ও উচ্চ মাধ্যমিক পডুয়া ৫ জনের প্রতিজনকে ৯ হাজার ৬০০ টাকা, মাধ্যমিকের ১০ জনের প্রতিজনকে ৬ হাজার টাকা এবং প্রাথমিকের ২০ জনকে ২ হাজার ৪০০ টাকা করে মোট ৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।শিক্ষার্থীরা জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আমরা সকলেই উচ্ছ্বসিত। গ্রাম থেকে স্কুলে প্রায় ৩-৪ কি.মি. পথ পারি দিয়ে স্কুলে আসতে দেরি হয়। প্রতিদিন পথ পারি দিয়ে আসতে আমাদের কষ্ট হতো, সাইকেলটি পেয়ে আর কষ্ট করতে হবে না। এতে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারব’।

দৈনিক বগুড়া

সর্বশেষ: