সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়া আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরীফ আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, ডিমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেন, সদস্য আশেকুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিন উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫০টি ইভেন্টে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: