বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৩টি নকল স্বর্ণের মূর্তিসহ চার প্রতারক গ্রেপ্তার

বগুড়ায় ৩টি নকল স্বর্ণের মূর্তিসহ চার প্রতারক গ্রেপ্তার

বগুড়ায় তিনটি নকল স্বর্ণের মূর্তিসহ প্রতারক ব্যবসায়ী নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার রাত সোয়া ১টায় জেলার দুপচাঁচিয়া উপজেলার খোলাশ মধ্যপাড়ায় থেকে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার দুপচাঁচিয়া থানাধীন খোলাশ মধ্যপাড়ার মৃত মোকসেদ আলীর মেয়ে মোছা. মোমেনা বিবি (৩৫), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর এলাকার সমসেদ ফকিরের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৮), দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকার মৃত অছিমদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ (৬০) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. সামসুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প’র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার দুপচাঁচিয়া থানাধীন খোলাশ মধ্যপাড়ায় ৪ জন প্রতারক নকল সোনার মূর্তি হেফাজতে রেখে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দিবাগত  রাত সোয়া একটায় দুপচাঁচিয়ার খোলাশ মধ্যপাড়াস্থ গ্রেপ্তারকৃত মোছা. মোমেনা বিবির বসতবাড়ির ভেতর অভিযান পরিচালনা করে নকল মূর্তি ব্যবসায়ী ৪ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে ৩টি নকল স্বর্ণের মূর্তি, একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরনের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

দৈনিক বগুড়া

শিরোনাম:

রূপপুর-বগুড়া গ্রিড লাইনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন শুরু
সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
নন্দীগ্রামে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের কার্পেটিং কাজ শুরু
বগুড়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে অনুসন্ধান
শাজাহানপুরে মাটি দস্যুদের বিরুদ্ধে ফের ভ্রাম্যমান আদালতের অভিযান
অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শাজাহানপুরের ইউএনও
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে
অবশেষে সুখবর পেলেন দানি আলভেজ
ঈদ উপলক্ষ্যে ৪১ রুটে চলবে বিশেষ লঞ্চ
প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ
নগরে খেলার মাঠ ও পার্ক নির্মাণে প্রধানমন্ত্রীর আশ্বাস