শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে কোরবানির পশুর চামড়া বিক্রিতে মাঠে থাকবে প্রশাসন

শাজাহানপুরে কোরবানির পশুর চামড়া বিক্রিতে মাঠে থাকবে প্রশাসন

বগুড়ার শাজাহানপুরে নির্বিঘ্নে কোরবানির পশুর চামড়া বিক্রি করার সহযোগিতায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার শাহ নগরে অস্থায়ী চামড়া সংরক্ষণাগার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। এ সময় চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু এবং চামড়া ব্যবসায়ীগণ  উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় পর্যাপ্ত লবণসহ সব ধরনের উপকরণের সহযোগিতায় চামড়া  বিক্রি করতে পারবে সকল ধর্মপ্রাণ মুসলমানরা। সরকারিভাবে চামড়ার যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তার ন্যায্য মূল্য পেতে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কোনো ব্যবসায়ী সরকারি এ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, এ বছর সরকারিভাবে গরুর চামড়ার দাম বেঁধে দেওয়া হয়েছে ৪০-৪৪ টাকা, খাসির চামড়ার দাম ১৮-২০ টাকা ও বকরির চামড়ার দাম ১২-১৪ টাকা ফুট দরে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: