শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গাবতলীতে মসজিদ মাদ্রাসায় টিআর প্রকল্পের ৭ লাখ টাকার চেক বিতরণ

গাবতলীতে মসজিদ মাদ্রাসায় টিআর প্রকল্পের ৭ লাখ টাকার চেক বিতরণ

২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর ১ম পর্যায় সাধারণ বরাদ্দ) কর্মসূচীর আওতায় বগুড়ার গাবতলী উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও রাস্তা সংস্কারের জন্য ১৪টি প্রকল্পের বিপরীতে মোট ৭লাখ টাকা বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর সোমবার উপজেলা পরিষদে এই চেকগুলো বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সিনিয়র সহ-সভাপতি ও নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল প্রমুখ। উল্লেখ্য যে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) এর অর্থ বিগত দিনেও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয় করেছেন। তার এই ধারাবাহিকতা অতীতের ন্যায় আগামীতে বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেছেন সুফলভোগী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: