সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাবতলীতে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

গাবতলীতে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় গম, ভ‚ট্রা, ধান, সরিষা, সবজি বীজসহ বিভিন্ন বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুম কবীর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহুরুল ইসলাম, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, কামরুজ্জামান প্রমুখ। উপজেলার ৩হাজার ১’শ ২০জন কৃষককে ১বিঘা মাটির জন্য বীজ ও সার এবং ১১’শ জন কৃষককের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।

দৈনিক বগুড়া

সর্বশেষ: