রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পুলিশ ফাঁড়ির আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় পুলিশ ফাঁড়ির আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার পুলিশ সুপার সুদীপ চক্রবর্ত্তী বিপিএম বলেছেন, দক্ষ পুলিশ সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের  বাংলাদেশ, “জনতায় পুলিশ পুলিশই জনতা” এই স্লোগান সামনে রেখে  পুলিশকে সমাজের সব শ্রেনীপেশার মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে। সমাজের কোন মানুষ নির্যাতিত হচ্ছে কিনা, বাল্যবিয়ে হচ্ছে কিনা, এলাকায় কোন জঙ্গিবাদের আগমন ঘটছে কিনা, কারা জঙ্গিবাদদের মদদ দিচ্ছে এসব জানতে এলাকার সুধি সমাজের সাথে বন্ধুত্ব গড়ে তুলে কাজ করতে হবে।

বাংলাদেশে কোন জঙ্গিবাদের ঠাই নেই। তিনি  বুধবার বেলা ১২ টায় আদমদীঘির সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির আয়োজনে স্থানীয় মহিলা কলেজ মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল মোঃ নাজরান রউফ, আদমদীঘি উপজেলা আঃ লীগের যুগ্মসাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পার সঞ্চানলায় আরো বক্তব্য রাখেন, সান্তাহার সরকারী কলেজের অধ্যক্ষ সাইফল ইসলাম, সান্তাহার পুলিশ ফাড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী, বগুড়া জেলা আঃ লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, পৌর সভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সান্তহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: