শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে আলুবীজ বিতরণে এমপি সাহাদারা মান্নান

সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে আলুবীজ বিতরণে এমপি  সাহাদারা মান্নান

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আলুর উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণের লক্ষ্যে বগুড়া সারিয়াকান্দির ৩০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫০ কেজি করে আলুবীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 

গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলুবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। গাজীপুর বারি এর সরেজমিন গবেষনা বিভাগের  প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম পি পুত্র সাখাওয়াত হোসেন সজল, মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

দৈনিক বগুড়া

সর্বশেষ: