শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে বনের হনুমান লোকালয়ে

বগুড়ার ধুনটে বনের হনুমান লোকালয়ে

বগুড়ার ধুনটে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির দলছুট একটি হনুমান। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সংকটের কারণে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভুতবাড়িসহ প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রামে ঘুরছে হনুমানটি। কখনো গাছের ডালে আবার কখনো বসতঘরের চালে।

সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী কলা, বিস্কুট, বাদাম, কেক যা ছুঁড়ে দিচ্ছে সেটাই গ্রহণ করছে হনুমানটি। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। কেউ প্রাণীটির দৃষ্টি আকর্ষণের জন্য নানাভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করছে।

উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, সকালে ঘুম থেকে উঠেই নজরে পড়ে হনুমানটি। মুহুর্তের মধ্যে উৎসুক জনতার ভিড় জমে। কয়েক দিন আগে পাশ্ববর্তী কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে এই হনুমানটিকে দেখা গেছে।

বগুড়ার পরিবেশ ও প্রাণ-প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'তীর'র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তারি তাবাসসুম মিথিলা জানান, বনে খাদ্যের অভাবে হনুমানটি দলছুট হয়ে এ এলাকায় এসেছে। হনুমানটির শান্ত ভাব রয়েছে। এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। হয়তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। তবে প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি।

ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, হনুমানটি কোথা থেকে কিভাবে এ এলাকায় এসেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের করা হচ্ছে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: