শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে সনদ ও চেক বিতরণে সাহাদারা এমপি

বগুড়ায় মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে সনদ ও চেক বিতরণে সাহাদারা এমপি

বগুড়ার সারিয়াকান্দির মা ফাতেমা (রা.) মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের ২৪ তম ব্যাচের প্রশিক্ষনাথীদের মাঝে সনদ ও চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের হল রুমে সনদ ও চেক বিতরন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, ইউসেফ বাংলাদেশের রাজশাহী বগুড়া জোনের রিজিওনাল ম্যানেজার শাহিনূর আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, রেজাউল ইসলাম প্রমুখ। কেন্দ্রটিতে গ্রামীণ দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বাল্যবিবাহের শিকার নারীদের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়।

২০২২ সালে উত্তীর্ণ মোট ৫০ জনকে সনদ ও চেক বিতরন করা হয়।সনদ ও চেক প্রশিক্ষনার্থীর হাতে তুলে দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। মোট ৫০ প্রশিক্ষণার্থীকে তিনটি ট্রেডে এ সনদ দেওয়া হয়। মটর সাইকেল সার্ভিসিং এ সনদ পান ১০ জন, কনজিমার ইলেকট্রনিক্স ২০ জন, ইলেকট্রিশিয়ান ২০ জন। তিন মাসের প্রশিক্ষণকালীন থাকা-খাওয়া বিনা মূল্যেসহ ৯০০ টাকা প্রশিক্ষণকালীন ভাতা পান প্রশিক্ষণার্থীরা।

দৈনিক বগুড়া

সর্বশেষ: