শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নানা আয়োজনে বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা  সভা ও কেক কাটা হয়। 

র‌্যালি শেষে বগুড়া জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।  

অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সিভিল সার্জন ডা: শফিউল আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, উজ্জল কুমার ঘোষ, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন। 

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে জেলা আওয়ামী লীগ। এদিন সকালে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলার সভাপতি মজিবর রহমান মজনু। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি,  সহ-সভাপতি টি জামান নিকেতা, এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, আব্দুল মতিন, প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল। 

এছাড়া বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের বিভিন্ন উপহার প্রদানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

সকালে হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালী শেষে স্বাস্থ্য খাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা ও স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভাসহ হাসপাতালে ভর্তিরত রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়। 

হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ শফিউল আজম, হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডাঃ শারমিন আফরোজী শিল্পী, ডাঃ মাফরুহা জাহান, ডা: ইশরাত জাহান, ডাঃ আনিকা, ডা: সৈয়দ মাহবুব হোসেন রাজিব, ডাঃ আজিজুল হক, আরএমও ডাঃ খায়রুল বাশার মোমিন উপস্থিত ছিলেন। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: