বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সৈনিকরা কৃষকের পাশে- ম. রাজ্জাক

শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সৈনিকরা কৃষকের পাশে- ম. রাজ্জাক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে বগুড়ার স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে সোলায়মান আকন্দ নামের কৃষকের ৩ বিঘা জমির বোরো ধান কেটে দেন তারা।

কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুৃর রাজ্জাক।এসময় সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, সারিয়াকান্দি উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান  আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ প্রিন্স, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সম্পাদক আহসান হাবীব বাঁধন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগর, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এসময় কেন্দ্রিয় নেতা ম. আব্দুৃর রাজ্জাক বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সৈনিকরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষক যাতে জমির সোনার ফসল সহজেই ঘরে তুলতে পারে এজন্য নেতাকর্মীরা সারাদেশে কাজ করছে। বগুড়ার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকলীগসহ বঙ্গবন্ধুর সৈনিকরা কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায় বর্তমান তার জন্য সরকার উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করেছেন।তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে।

সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। বহি:বিশে^ দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন বঙ্গবন্ধু কন্যা। বিশে^র বুকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, সারা বিশ্বে প্রশংসিত বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে রায় দেয়ার আহবান জানান তিনি।কৃষক সোলায়মান আকন্দ জানান, জমির ধান পেকে গেলেও অর্থের অভাবে ধান কাটতে পারছিলেন না। এ খবর পেয়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিনা পারিশ্রমিকে তার ধান কেটে দিয়েছেন।

দৈনিক বগুড়া

সর্বশেষ: