মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে রপ্তানীযোগ্য কাঁচা মরিচের ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

শাজাহানপুরে রপ্তানীযোগ্য কাঁচা মরিচের ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

বগুড়ার শাজাহানপুরে রপ্তানীযোগ্য কাঁচা মরিচের মাড়াইকালীন ও মাড়াই পূর্ব ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস্ বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বুধবার উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হর্টিকালচারাল প্রডিউসার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত দিনব্যাপি সেমিনারে রপ্তানীযোগ্য কাঁচা মরিচ উৎপাদনকারী কৃষক ও সরবরাহকারি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। এতে  রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার দুলাল চন্দ্র দাস।

সেমিনারে বলা হয় রপ্তানীযোগ্য কাঁচা মরিচ ও সবজি অবশ্যই বিষমুক্ত নিরাপদ হতে হবে। এ বিষয়ে সবজি উৎপাদনের সাথে সরসরি জড়িত কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সবজি রপ্তানীতে একদিকে বৈদেশিক মুুদ্রা আয় হবে। অন্যদিকে দেশের মানুষ দুরারোগ্য ব্যাধি থেকে নিরাপদ থাকবে।

দৈনিক বগুড়া

সর্বশেষ: