রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ার সারিয়াকান্দিতে তাঁতী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে তাঁতী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা ইউনিয়ন তাঁতী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) বিকেলে উপজেলার চন্দনবাইশা রৌহাদহ চারমাথা বাজার এলাকায় এ সভার আয়োজন করা হয়। সারিয়াকান্দি উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম রুকুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। তাঁতী লীগের নেতাকর্মীরা হবে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। তাঁতী লীগে কোন টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবীদের স্থান হবে না। প্রতিটি নেতাকর্মীদের সেবকের ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’। তাকে অনুসরণ করেই তাঁতী লীগ নেতাকর্মীরা কাজ করবে।

তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তাঁতী লীগ বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে তাঁতী লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ এ দেশের মাটি-মানুষের উন্নয়নের জন্য কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব আলিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি আলামিন সরকার, শামীম হোসেন, সাব্বির আহম্মেদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সমবায় বিষয়ক সম্পাদক নান্নু সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী, জেলা ছাত্রলীগ নেতা সাকিব ইসলাম, সারিয়াকান্দি উপজেলা তাঁতী লীগ আহ্বায়ক কমিটির সদস্য শাহাদৎ হোসেন লিটনসহ প্রমুখ।

দৈনিক বগুড়া