রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১ কোটি ৯৩ লাখ ৬২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন চেয়ারম্যান রেজাউল করিম কামাল। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন তিনি।

চেয়ারম্যান রেজাউল করিম কামালের সভাপতিত্বে এসময় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব সিদ্দিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, শাহারুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, হরিশ্চন্দ্র, আব্দুল হামিদ, আব্দুর রশিদ, আল-আমিন, শামীম আলম, খাদেমুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পাপিয়া আকতার, ইয়ানুর নেছা, সাহেরা বেগম, সাংবাদিকবৃন্দ, নন্দীগ্রাম ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা। 

চেয়ারম্যান রেজাউল করিম কামাল জানান, এ বাজেটে নন্দীগ্রাম ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন, ক্রীড়া ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনিক বগুড়া