শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

দুপচাঁচিয়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দুপচাঁচিয়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

‘কৃষি কাজে প্রযুক্তি, দুপচাঁচিয়ার সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

গত ৫জুন সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার এর পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজেদুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম আজম পারভেজ, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীগণ। উদ্বোধনী সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়। সভা শেষে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলায় ১২টি স্টল অংশ নেয়। 

দৈনিক বগুড়া

সর্বশেষ: