
সংগৃহীত
বগুড়ার সোনাতলা উপজেলার বড় বালুয়া এলাকায় ওমর ফারুক ঝম্পোর বাড়ির আঙিনায় মা*দক বিক্রির সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০টি ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজা উ*দ্ধার করা হয়।
গ্রে*ফতারকৃত ব্যক্তিরা হলেন, মো. ওমর ফারুক ঝম্পো (৩৫)বড় বালুয়া গ্রামের তোতা মিয়ার ছেলে, হারুন (৪২) একই গ্রামের মৃ*ত আলা বক্সের ছেলে, শামীম শেখ (২৬) সুজন মিয়ার ছেলে ও আ. মমিন (৩১)দক্ষিণ আটঘরিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
সোনাতলা থানার এসআই নাজিম উদ্দিন জানান, তারা দীর্ঘদিন ধরে মা*দক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রে*ফতার করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, তারা মা*দক বিক্রির জন্য আই ঝম্পোর বাড়ির আঙিনায় অপেক্ষা করছিলেন। এ সময় ওমর ফারুক ঝম্পোর কাছে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ ইয়াবা, মোমিনের কাছে ২০ ইয়াবা, হারুনের কাছে ১৫ পুরিয়া গাঁজা ও শামীম শেখের কাছে ১০ পুরিয়া গাঁজা পাওয়া যায়।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান জানান, তাদের বি*রুদ্ধে মাদক মা*মলা দায়ের করে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।