মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

গাবতলীতে মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাবতলীতে মহিলা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংগৃহীত

বগুড়ার গাবতলী মহিলা কলেজ আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, নবীন বরণ, সাংস্কৃতিক ও পুরস্কারী বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার অত্র কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিতির বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম।

আরো বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিম, সহিদুল ইসলাম ও লোকমান হাকিম। এ সময় উপস্থিত ছিলেন লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুস্তম আলী, সোন্দাবাড়ী আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, কলেজের অভিভাবক সদস্য আনোয়ার হোসেনসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক সুলতানা বিদৌরা ও জহিরুল ইসলাম।