শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শেরপুরে উপজেলা প্রশাসনের গাছের চারা বিতরণ

শেরপুরে উপজেলা প্রশাসনের গাছের চারা বিতরণ

সংগৃহীত

বগুড়ার শেরপুরে প্রচন্ড তাপদাহে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন কর্তৃক শ্রমজীবী মানুষের মাঝে গাছের চারা এবং পানির বোতল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে প্রচণ্ড তাপদাহে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রম্যমান কার্যক্রম হাতে নেন।

তিনি বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ধান ক্ষেতে, হাটে, বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন । উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় দুইশত পানির বোতল ও দুইশত গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় সহকারী কমিশনার (ভুমি) এস এম রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন ইত:পূর্বেই সরকার জনগণকে সচেতন হওয়ার জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে । স্কুল কলেজ এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মানুষকে সচেতন করতে নানা রকম লিফলেট বিলি করেছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, প্রাণী সম্পদ বিভাগ , মৎস অধিদপ্তর ও অন্যান্য সংস্থা। 

এমন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন , সরকারি ভাবেও গাছ লাগানোর ব্যাপক প্রস্তুতি গ্রহণ চলছে এ উপজেলায়।

সর্বশেষ: